ইমরান মাহমুদুল কন্যাসন্তানের বাবা হলেন

nuraminlebu
প্রকাশিত: 4 December 2025, 5:23 AM আপডেট: 9 December 2025
ফেসবুক টুইট হোয়াটসএপ
ইমরান মাহমুদুল কন্যাসন্তানের বাবা হলেন
ইমরান মাহমুদুল কন্যাসন্তানের বাবা হলেন

এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল কন্যাসন্তানের বাবা হয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইমরান ও মেহের আয়াত জেরিন দম্পতির প্রথম সন্তান জন্ম নেয়।

ইমরান এই সুখবর নিজের ফেসবুক পোস্টে জানিয়ে লিখেছেন,
“আল্লাহ আমাকে একটি সুন্দর সুস্থ কন্যাসন্তান উপহার দিয়েছেন। আমাদের ছোট্ট মেয়ের আগমন আমাদের জীবনকে আরও রঙিন করে দেবে, ইনশাআল্লাহ।”

সাথে তিনি সবাইকে দোয়া করার অনুরোধ করেন,
“সবাই দোয়া করবেন আমার স্ত্রী ও মেয়ের জন্য, আল্লাহ যেন তাদের সুস্থ রাখেন।”

ইমরান ও মেহের আয়াত জেরিন ২০২৪ সালের ২৪ মে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই সময় ইমরান লিখেছিলেন,
“আলহামদুলিল্লাহ, বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আমরা আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করলাম।”

২০০৮ সালে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়া ইমরান দেড় দশক ধরে গানের মাধ্যমে হৃদয় জয় করছেন। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। বর্তমানে প্রকাশের অপেক্ষায় রয়েছে তার নতুন গান ‘মন গলবে না’, যেখানে তিনি তাসনিয়া ফারিণের সঙ্গে কণ্ঠ দিয়েছেন এবং গানটির সুর ও সংগীতায়োজনও করেছেন।

মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *