কুমিল্লা জেলার হোমনায় এক মর্মান্তিক দুর্ঘটনায় ফাইজা আক্তার (২) নামে এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনা বুধবার (৩ ডিসেম্বর) উপজেলা পরিষদ কম্পাউন্ডের ভেতরে, টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে সরকারি গাড়ি নিয়ে এসিল্যান্ডকে বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন চালক তাওয়াবুর রহমান। এ সময় স্কুলের সামনে খেলতে থাকা দুই বছরের ফাইজাকে গাড়ি চাপ দিলে সে গুরুতর আহত হয়। পথচারীরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিশুটি বরিশালের উজিরপুর উপজেলার ফয়জুল হকের কন্যা। ফয়জুল হক হোমনায় এসকেএফ ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি হিসেবে কর্মরত। চালক তাওয়াবুর রহমান দুর্ঘটনার পর পালিয়ে যান।
দুর্ঘটনার প্রতিবাদে হোমনায় কর্মরত বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধি সমিতি ‘ফারিয়া’ বিক্ষোভ মিছিল করে চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের জানান, প্রশাসন নিহত শিশুর পরিবারের পাশে রয়েছে এবং চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রফিকুল ইসলাম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ এটি রোড অ্যাক্সিডেন্ট হিসেবে নিশ্চিত করেছে এবং ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মতামত জানান