বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন ফের আলোচনায়, এবার বিয়ে, সম্পর্ক এবং অমিতাভ বচ্চনকে ঘিরে তার খোলামেলা বক্তব্যের কারণে। ‘গুড্ডি’ খ্যাত এই অভিনেত্রী বহুবার নিজের মতামত প্রকাশ করে নেটিজেনদের মাঝে তোলপাড় সৃষ্টি করেছেন, এবং সাম্প্রতিক সাক্ষাৎকারেও তার ব্যতিক্রম হয়নি।
জয়া বলেন, আজকের দিনে বিয়ে একটি পুরোনো ধারণা, এবং জীবনকে উপভোগ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বিশেষ করে তার নাতনি নোভ্যা নাভেলিকে বিয়ে না করার পরামর্শ দিয়েছেন। “আমি চাই না, নভ্যা বিয়ে করুক,” মন্তব্যে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এছাড়া সম্পর্ক এবং শারীরিক আকর্ষণের গুরুত্ব স্বীকার করে জয়া বলেন, সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিয়ের প্রয়োজন আজ অনেকটাই কমে এসেছে।
অমিতাভ বচ্চনের সঙ্গে নিজের বিয়ের প্রসঙ্গে জয়া বলেন, “আমি তাকে (অমিতাভ বচ্চন) জিজ্ঞেস করিনি। উনি হয়তো বলবেন— এটা তার জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু আমি তা শুনতে চাই না।” এই মন্তব্যও নেটিজেনদের মধ্যে ব্যাপক চর্চার জন্ম দিয়েছে।
জয়া প্রকাশ করেছেন, জীবনের শুরুতে তিনি প্রথম দর্শনেই অমিতাভের প্রেমে পড়েছিলেন। তাদের ভালোবাসা এবং ৫২ বছরের দাম্পত্য এখনও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু।
১৯৭৩ সালে ‘জঞ্জির’ ব্লকবাস্টারের শুটিং শেষ করে দলবল নিয়ে লন্ডনে যাওয়ার পরিকল্পনা থাকলেও, অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন জানতে চাইলে জয়াসহ মেয়েদের নাম শুনে বলেন— “আগে বিয়ে কর, তারপর যাও।” বাবা হিসেবে সম্মান জানিয়ে জয়া ও অমিতাভ মাত্র এক রাতের প্রস্তুতিতে বিয়ে সারেন এবং পরদিন লন্ডনের উদ্দেশে রওনা হন।
মতামত জানান