দীর্ঘদিন ধরে অভিনয়ে কম দেখা যাওয়া বলিউড অভিনেত্রী টুইঙ্কল খন্না, সংসার সামলানোর ব্যস্ততার কারণে সাধারণত মিডিয়ার সামনে আসে কম। তবে সম্প্রতি তিনি নতুন ‘টু মাচ’ শিরোনামের অনুষ্ঠান সঞ্চালনা করে আলোচনায় এসেছেন, যেখানে তার সহ-সঞ্চালক হিসেবে ছিলেন কাজল।
গত অক্টোবর মাসে সম্প্রচার হওয়া এক পর্বে স্বামীদের বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে তার মন্তব্য ভাইরাল হয়ে বিতর্কের ঝড় তোলে। টুইঙ্কল বলেছিলেন, “স্বামীদের বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্কে আপত্তি নেই। ছোট ভুল বলে সেসব এড়ানো যায়।” এই মন্তব্যে নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনা দেখা দেয়।
এরপর টুইঙ্কল মুখ খুলে জানান, “এটা কোনো গুরুতর বিষয় নয়। আমরা মজার ছলে বলেছিলাম। যদি কেউ সারাজীবন এক সঙ্গী বা এক বিবাহকে নিয়েই জীবন অতিবাহিত করতে পারত, তবে আমরা নিশ্চয় ভেবে কথা বলতাম। এটি নিতান্তই রসিকতা।”
তবে বিতর্ক এখানেই শেষ হয়নি। আরও একটি পর্বে উপস্থিত ছিলেন জাহ্নবী কাপুর ও করণ জোহর, যেখানে সঞ্চালিকাদের কাছে প্রশ্ন তোলা হয়, মানসিকভাবে ঠকানো নাকি শারীরিকভাবে ঠকানো—কোনটি বড় অপরাধ। এই মন্তব্যও সমালোচনার ঝড় বয়ে দেয়। অনেকে তাদের ব্যক্তিজীবনকে সামনে এনে বিতর্কে যোগ দেন।
মতামত জানান