নারায়ণগঞ্জের বন্দর উপজেলা এলাকায় অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র তৈরির সময় বিভিন্ন বয়সের ২০ জন বহিরাগতকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৫টায় বন্দর উপজেলা নির্বাচন অফিসের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
মতামত জানান