পলাশে জামায়াতের নির্বাচনী সভায় হামলা, অন্তত ৩০ জন আহত

nuraminlebu
প্রকাশিত: 4 December 2025, 5:33 AM আপডেট: 9 December 2025
ফেসবুক টুইট হোয়াটসএপ
পলাশে জামায়াতের নির্বাচনী সভায় হামলা, অন্তত ৩০ জন আহত
পলাশে জামায়াতের নির্বাচনী সভায় হামলা, অন্তত ৩০ জন আহত

নরসিংদী-২ (পলাশ) আসনের মেহেরপাড়া ইউনিয়নের শেখেরচর বাসস্ট্যান্ডে বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত জামায়াতের নির্বাচনী সভার পরে হামলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ও দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী মাওলানা আমজাদ হোসাইন রাত সাড়ে ৮টায় নরসিংদী শহরের ব্রাহ্মন্দী এলাকায় জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।

তিনি জানান, সভার শুরু থেকেই বিএনপির কিছু নেতাকর্মী বাধা সৃষ্টি করছিলেন। বক্তৃতা চলাকালীন তারা স্টেজের পেছনে গিয়ে গালাগালও করেন। স্থানীয়দের হস্তক্ষেপে তারা কিছু সময়ের জন্য সরে গেলেও সভা শেষে ফেরার সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হামলায় জড়িত থাকার অভিযোগ মেহেরপাড়া ইউনিয়ন তাঁতীদলের সভাপতি বখতিয়ার হোসেন, যুবদল নেতা ইফতিখার আলম, শাহরিয়ার, সিয়ামসহ অন্তত ৪০ জনের বিরুদ্ধে।

জেলা জামায়াতের পক্ষ থেকে দ্রুত গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

হামলার প্রতিবাদে রাত ৯টায় পলাশ উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা বিক্ষোভ মিছিল বের করেন।

মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *