পাবনার ঈশ্বরদীতে এক মা কুকুরের জীবনকাহিনী সবাইকে ছুঁয়ে দিয়েছে। উপজেলার পরিষদ চত্বরে আট সন্তান হারানো মা কুকুরটি দুশ্চিন্তায় এবং যন্ত্রণায় এদিক-ওদিক ছুটছিল। সে সময়ই তাকে নতুন দুটি কুকুরছানা দেওয়া হয়, যা তার হারানো সন্তানের শূন্যতা কিছুটা পূরণ করেছে।
মা কুকুরটিকে সহায়তা করেন ঈশ্বরদীয়ান গ্রুপের অ্যাডমিন ও তরুণ সংগঠক শাহরিয়ার অমিত এবং তার বন্ধুরা। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে তারা উপজেলা পরিষদে মা কুকুরটির কাছে নিজের পোষা কুকুরের দুটি ছানা নিয়ে আসেন। প্রথমে ছানাদের গায়ে সামান্য দুধ মাখানো হয়, যাতে মা কুকুরটি তাদের স্বাভাবিকভাবে গ্রহণ করে। এরপর মুহূর্তেই মা কুকুরটি বাচ্চা দু’টিকে বুকের মধ্যে টেনে নেন এবং এখন তার নিজের সন্তানদের মতো তাদের দুধ খাওয়াচ্ছেন ও সযত্নে আগলে রাখছেন।
শাহরিয়ার অমিত বলেন, “ছানা হারানো মা কুকুরটি অনেক কষ্ট পাচ্ছিল। তার স্তনে দুধ জমে ব্যথা ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে আমরা দুটি ছানা সংগ্রহ করি, যা তার যন্ত্রণার কিছুটা লাঘব করেছে।”
ঈশ্বরদী উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, “মা কুকুরটির যন্ত্রণার কথা আমি অনুভব করেছি। তাই ঈশ্বরদীয়ান গ্রুপকে নির্দেশ দিয়েছিলাম, কোথাও থেকে বাচ্চা এনে দিলে মা কুকুরটির যন্ত্রণা কিছুটা কমে আসবে। তারা তা করেছেন, এবং তাদের কাজ সত্যিই প্রশংসনীয়।”
প্রসঙ্গত, সম্প্রতি ওই মা কুকুরের অগোচরে আটটি ছানা বস্তাবন্দি করে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছিল। এই ঘটনার পর নতুন দুটি ছানা দিয়ে তার হারানো সন্তানদের শূন্যতা পূরণ করা হয়েছে।
মতামত জানান