বিডিআর হত্যাকাণ্ড তদন্ত কমিশনের মেয়াদ আরও ৭ দিন বাড়ল

প্রতিবেদক: ইস্টার নাদিয়া মণি
প্রকাশিত: 4 December 2025, 3:41 AM
ফেসবুক টুইট হোয়াটসএপ

বিডিআর হত্যাকাণ্ড পুনঃতদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ আরও সাত দিন বাড়িয়েছে সরকার। চলমান মেয়াদ শেষ হওয়ায় আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে বুধবার, এবং নতুন সময় ১ ডিসেম্বর থেকে কার্যকর ধরা হবে।

গত বছরের ২৪ ডিসেম্বর মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমানকে সভাপতি করে এই স্বাধীন তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। প্রাথমিকভাবে তিন মাসের সময় দেওয়ার পর কয়েক দফায় কমিশনের মেয়াদ বাড়ানো হয়—প্রথমে দুই দফায় তিন মাস করে, পরে আরও দুই মাস। সর্বশেষ বাড়ানো সেই সময় শেষ হয়েছে ৩০ নভেম্বর।

কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত মর্মান্তিক ঘটনার প্রকৃতি ও পটভূমি উদঘাটন করতে। পাশাপাশি হত্যাকাণ্ড এবং অন্যান্য অপরাধে জড়িত, সহায়তাকারী, ষড়যন্ত্রকারী, ইন্ধনদাতা, আলামত ধ্বংসকারীদের চিহ্নিত করাও কমিশনের দায়িত্বের অন্তর্ভুক্ত। এতে দেশি–বিদেশি ব্যক্তি, গোষ্ঠী, সংস্থা বা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতাও খতিয়ে দেখতে বলা হয়েছে।

এদিকে স্বাধীন তদন্ত কমিশন গত রবিবার তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *