বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। ২০১৮ সালের ডিসেম্বর মাসে তারা সাতপাকে বাঁধা পড়েছিলেন। বয়সের দশ বছরের ব্যবধান থাকা সত্ত্বেও এই দম্পতি সব সময়ই তাদের সম্পর্ক নিয়ে মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।
মাঝে মাঝেই শোনা গেছে তাদের দাম্পত্যে ফাটল ধরেছে, তবে ছয় বছর পার হলেও নিন্দুকদের কথা অমনোযোগে রেখেই সুখে দিন কাটাচ্ছেন নিক-প্রিয়াঙ্কা। এবার বিয়ের সাত বছর পূর্তি উপলক্ষে তারা রোমান্সের ঝলক দেখালেন।
বিবাহবার্ষিকী উপলক্ষে বিদেশের একটি চোখ ধাঁধানো লোকেশনে ছুটি কাটাচ্ছেন দম্পতি। মঙ্গলবার সকালে সেই ভ্রমণের ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করে আলোড়ন সৃষ্টি করেছেন। যদিও কোথায় ঘুরতে গিয়েছেন, তা প্রকাশ করেননি তারা।
ছবিতে দেখা গেছে, লাল বিকিনি পরা প্রিয়াঙ্কা নীল জলরাশির ধারে রোদ উপভোগ করছেন। হাতে পাণীয়র গ্লাস, শরীরে তোয়ালে জড়ানো। সেই মুহূর্তে স্ত্রীর শরীরী হিল্লোলে মন্ত্রমুগ্ধ হয়ে ছবি তুলেছেন নিক জোনাস।
নিক পোস্টে লিখেছেন, “আমার ড্রিম গার্ল-এর সঙ্গে বিয়ের সাত বছর পূর্ণ।”
প্রিয়াঙ্কা পাল্টা লিখেছেন, “তোমাকে ঘিরেই তো সব স্বপ্ন।”
বিয়ের সাত বছর পরও এই তারকা দম্পতির প্রেম এবং রোমান্স সামাজিকমাধ্যমে আলোড়ন তুলেছে। তাদের সম্পর্কের এমন উষ্ণ মুহূর্ত দেখেই ভক্তরা নতুন করে প্রেমের অনুপ্রেরণা পাচ্ছেন।
মতামত জানান