বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার দেশের সব মসজিদে দোয়ার আহ্বান

প্রতিবেদক: ইস্টার নাদিয়া মণি
প্রকাশিত: 4 December 2025, 3:38 AM
ফেসবুক টুইট হোয়াটসএপ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে আগামী শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে বিশেষ দোয়া আয়োজনের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জুমার পর জাতীয় মসজিদসহ দেশের প্রতিটি মসজিদে দোয়ার আয়োজন করতে অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া মন্দির, গির্জা, প্যাগোডাসহ বিভিন্ন ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মীয় রীতি অনুসারে প্রার্থনারও আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনায় অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *