মারক্রামের সেঞ্চুরিতে ভারতের বিশাল স্কোরও টিকল না, সিরিজে সমতা ফিরাল দক্ষিণ আফ্রিকা

প্রতিবেদক: ইস্টার নাদিয়া মণি
প্রকাশিত: 4 December 2025, 3:29 AM
ফেসবুক টুইট হোয়াটসএপ

ভারতের জোড়া সেঞ্চুরির জবাবে দক্ষিণ আফ্রিকা একটিমাত্র সেঞ্চুরি পেলেও তা ম্যাচ জিততে যথেষ্ট ছিল। এইডেন মারক্রামের দুর্দান্ত ১১০ রানের ইনিংসের সঙ্গে আরও দুটি হাফ-সেঞ্চুরি যোগ হয়ে ৩৫৮ রানের পাহাড়সম লক্ষ্যও সহজ হয়ে গেল প্রোটিয়াদের সামনে। ৪ বল ও ৪ উইকেট হাতে রেখে জয়পুরে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বন্দরে পৌঁছে দক্ষিণ আফ্রিকা সিরিজে ফিরিয়ে আনল ১–১ সমতা।

ম্যাচের শুরুটা যদিও ভালো ছিল না সফরকারীদের। ৩৫৯ রানের কঠিন লক্ষ্যে ব্যাট করতে নেমে কুইন্টন ডি কক মাত্র ৮ রানে ফিরলে চাপে পড়ে দল। তবে সেখান থেকেই দায়িত্ব কাঁধে নেন মারক্রাম ও টেম্বা বাভুমা। দু’জন মিলে গড়েন ১০১ রানের জুটি। ৪৮ বলে ৪৬ করে আউট হন বাভুমা।

মারক্রাম এরপর ম্যাথিউ ব্রিজটেককে নিয়ে এগিয়ে যান আরও ৬০ রান যোগ করে। শেষ পর্যন্ত ৯৮ বলে ১০টি চার ও ৪ ছক্কায় ১১০ রানের ঝলমলে ইনিংস খেলে আউট হন তিনি। ব্রিজটেকও খেলেন গুরুত্বপূর্ণ ৬৮ রান (৬৪ বল)। ডেওয়াল্ড ব্রেভিসের ৩৪ বলে ৫৪ রানের কাউন্টার অ্যাটাক ম্যাচকে দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রণে নিয়ে আসে। টনি ডি জর্জি আহত হয়ে মাঠ ছাড়লেও শেষ দিকে করবিন বোশ (১৫ বলে অপরাজিত ২৯) ও কেশব মাহারাজ (১৪ বলে ১০) ম্যাচ শেষ করে আসেন। ভারতের হয়ে দুটি উইকেট নেন প্রাসিদ কৃষ্ণা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভারত বড় স্কোর গড়ে। বিরাট কোহলি ৯৩ বলে ১০২ এবং ঋতুরাজ গায়কোয়াড় ৮৩ বলে ১০৫ রানের দুটি অসাধারণ সেঞ্চুরিতে ভর করে ৩৫৮ রান তুলে ভারত। লোকেশ রাহুল থাকেন অপরাজিত ৬৬ রানে। তবে এত রানও দিনশেষে যথেষ্ট হয়নি বোলারদের ব্যর্থতায়।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *