রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের দুইদিনের সফরে যাচ্ছেন। তার আগেই রাশিয়ার পার্লামেন্ট ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ সামরিক চুক্তির অনুমোদন দিয়েছে।
চুক্তি অনুযায়ী দুই দেশের সামরিক বাহিনী একে অপরকে লজিস্টিক্যাল সহায়তা দিতে পারবে। অর্থাৎ এক দেশের সেনারা অপর দেশে গিয়ে সামরিক পরিকাঠামো ও সুবিধা ব্যবহার করতে সক্ষম হবেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে পুতিন বৃহস্পতিবার দিল্লিতে পৌঁছাবেন। এই সফরে সামরিক সহযোগিতা ছাড়াও বাণিজ্য ও খনিজ তেলের বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, দ্বিপাক্ষিক সহযোগিতায় রাশিয়ার পক্ষ থেকে সহায়তার মাত্রা নির্ভর করবে ভারতের উদ্যোগের ওপর।
‘রেলোস’ চুক্তি কী?
দুই দেশের মধ্যে ‘রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট’ বা ‘রেলোস’ চুক্তি ১৮ ফেব্রুয়ারি স্বাক্ষরিত হয়েছিল। মঙ্গলবার রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ‘স্টেট ড্যুমা’-এর অনুমোদন পেল এই চুক্তি। পিটিআই জানায়, প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন গত সপ্তাহে চুক্তিটি অনুমোদনের জন্য ড্যুমা-তে পাঠিয়েছিলেন।
‘স্টেট ড্যুমা’র স্পিকার ভ্যাচেস্লাভ ভেলোদিন সভার শুরুতে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ককে “সার্বিক এবং কৌশলগত” হিসেবে বর্ণনা করেন এবং এ সম্পর্ককে মস্কো কতটা গুরুত্ব দেয়, তা তুলে ধরেন।
সূত্র: বিবিসি
মতামত জানান