নিজের লেখাপড়া, ক্যারিয়ার গড়া, শখ ও স্বপ্ন পূরণে সফল হওয়া এক অদম্য মেধাবীর নাম ফ্রীল্যান্সার শাকিল। প্রেমে ছ্যাকা খেয়ে বেকা হয়ে হার না মেনে, স্বপ্নবাজ ও পরিশ্রমী যুবক নিজ গ্রামে ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করে ব্যাপক সাড়া ফেলেছেন। ফ্রিল্যান্সিংয়ের আয়ের অর্থ দিয়ে রাজধানী ঢাকাতে ফ্ল্যাট (ভাড়া) নিয়ে থাকা, নিজের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করা, পছন্দের বাইক কেনা এবং নিজের গ্রামের বাড়িতে আর্থিক সাপোর্ট দেওয়াসহ বন্ধু-স্বজনদের প্রয়োজনে পাশে থেকে উদাহরণ হয়ে উঠেছেন এই তরুণ। ফ্রীল্যান্সার শাকিলের স্বপ্নজয় ও সাফল্যের গল্প জানিয়েছেন জনতার আস্থাকে।
ফ্রীল্যান্সার শাকিল একজন গ্রাফিক্স ডিজাইনার। বর্তমানে ফাইভারে একজন গ্রাফিক্স ডিজাইনার এবং ৯৯ ডিজাইনে একজন ব্রান্ডিং স্পেসালিস্ট হিসেবে ফ্রিল্যান্স করছেন। ফ্রিল্যান্সিংয়ের মতো চ্যালেঞ্জিং এই খাত থেকে তিনি প্রতিমাসে গড়ে আড়াই থেকে তিন লাখ টাকা আয় করছেন।
মতামত জানান